ফটিক জলে সিক্ত বকুল (Bakul Flower Soaked in Water – Ramit Azad)
ফটিক জলে সিক্ত বকুল
——————- রমিত আজাদ
কে শেখালো তুলতে তোমায় এমনধারা উথাল ছবি?
ছবির পরে ছবি তুলেই, আমায় তুমি করলে কবি!
কওনা কথা চুপটি থাকো, ছবির ফ্রেমে ঘাপটি মেরে;
তবু ছবি কয় যে কথা, মৌন প্রেমের পথটি ধরে।
আমার কথার ঢেউগুলি হায় ছড়িয়ে যাবে মন-ইথারে;
ঠিকই তুমি শুনতে পাবে, ভীন মহাদেশ সিন্ধু পারে।
বঙ্গ দেশের রঙ্গ তুমি হয়তো দেখো নেটের ঝারে,
তেমনি আমার কাব্য কথা, উঠবে ফুটে অন্ধকারে।
একটু শুধু বাড়লো বয়স, তাও কমে নাই রূপের দ্যুতি!
স্নিগ্ধ মায়ার মুখখানিতে জোৎস্না মাখা চাঁদের জ্যোতি!
কি আছে ঐ আঁখির কোলে? ঝলকে ওঠা রত্নমণি?
মণির আলোর ঝলকানিতে, ঝংকৃত হয় সুর রাগিনী!
চোখের দুটি পাতায় পাতায়, প্রাচীন গাঁথার অমরতা;
শিউলী ঝরা ভোরের হাওয়ায়, হার মেনেছে বনলতা!
কুসুম ঠোঁটে গোলাপ ফোটে, শবনম তায় সৌরভিত;
লাল কপোলে মেঘের লালী, অস্তাচলে আন্দোলিত!
উচ্ছসিত ফুলদানীতে তার সাজানো মখমলি ফুল,
সাথে আছে স্বর্ণালী জাগ, ফটিক জলে সিক্ত বকুল।
মেঘ ছড়ানো কৃষ্ণ কেশের প্রান্তদেশে রঙের প্রভা,
ফুল্লমণির হালকা সাজেই, মরছে লাজে ফুলের শোভা!
রচনাতারিখ: ১৮ই অক্টোবর, ২০২১ সাল
রচনাসময়: রাত ০১টা ৪৯ মিনিট
Bakul Flower Soaked in Water
——————— Ramit Azad