ফিটফাট স্বামী চায়
হুজুরেরা নট হিরো, হ্যান্ডসাম হয়না,
সেকেলে এ চলাফেরা ললনারা সয়না!
স্মার্ট না হলে তরুণীরা চায়না,
ফিটফাট স্বামী চায় আধুনিকা ললনা!
হয়ে গেলে পরিণয় এরপর ঘরনী,
চায় ঠিক স্বামী হবে ধার্মিক ধরণী!
হুজুরের তরিকাতে স্বামী তার চলবে,
আধুনিকা গৃহিনী তা গৌরবে বলবে!
———————————— রমিত আজাদ
রচনাতারিখ: ২৪শে এপ্রিল, ২০২০ সাল
সময়: রাত ০৮টা ৩২ মিনিট
(ছবি আকাশজাল থেকে নেয়া)
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0