ফিরে পেতে চাই
ফিরে পেতে চাই
—————— রমিত আজাদ
জলকাতুরে ঝুমকোলতায় উথাল পাথাল হাওয়া,
আবার যদি পেতাম ফিরে তোমার প্রেমের ছোঁয়া!
কত ছলেই যেতাম আমি তোমার মোহন ঘরে,
কত সুরেই গেতাম আমি ভৈরবী রাগ ভোরে!
চুমুর পরে চুম দিয়ে সুখ পেতাম দিতাম মনে,
স্বর্গসুধার আস্বাদ নিতাম মাতাল আলিঙ্গনে।
সাগর জলের ঢেউয়ের দোলায় আকুল হত প্রাণ,
ফিনিক ফোটা জোছনা দিত হাসনাহেনার ঘ্রাণ।
তুষারঝড়া শহরটাকে জড়িয়ে নিতাম বুকে,
তুহিন শীতেও আগুন হতাম প্রেমবাসনার সুখে।
এখন তুমি অনেক দূরে আরেক বাহুডোরে,
আমার বুকেও অষ্টপ্রহর ভিন্ন নিঃশ্বাস পড়ে!
তবু কেন ঝড় ওঠে আজ পাগল করে প্রাণ,
ঘুম ভাঙিয়ে জাগিয়ে তোলে, প্রাচীন প্রেমের গান!
অপূর্ণতায় গুমরে কাঁদে ব্যার্থ প্রেমের সুর,
ফিরে পাওয়ার সাধ জেগেছে সোহাগী নূপুর।
——————————————————
তারিখ: ১৩ই অক্টোবর, ২০১৮
সময়: সন্ধ্যা ৬টা ৫২ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0