ফুলের সাথেই প্রেম এসেছে
ফুলের সাথেই প্রেম এসেছে
——————————- রমিত আজাদ
কোন ডালিয়ায় লাগলো দোলা, কোন জিনিয়ায় ঢেউ?
কোন যূথিকা ছড়ায় সুবাস? মল্লিকা ছোঁয় কেউ!
হাসনাহেনা কাঁপছে বায়ে, ঝুমকোলতা নাচে,
যাচ্ছে নাগর মাখতে পরাগ দোলনচাঁপার কাছে।
পর্তুলিকায় রোদ লেগেছে, ক্যামেলিয়ায় আলো;
জ্বলছে শিশির ক্যালেনডুলায়, গুস্তাভিয়াও ভালো।
সিলভিয়া তো হেসেই সাড়া, পিটুনিয়ায় রঙ!
এ্যাজালিয়াও মিষ্টি হাসে, দুষ্টু ফ্লসে ঢং!
জারুল ফুলের রূপের মায়ায়, বন-বীথিকা ছায়!
শিউলি শুধু ঝরেই গেলো, কোমল ঊষার বায়।
বাগানবিলাস কতই রঙিন, কামিনীটার শোভা;
মাধবীলতা থোকায় থোকায় ছড়ায় রঙের প্রভা।
স্বর্গে ছিলো ফুলের বাহার, ধুসর ছিলো ধরা!
প্রেমের মায়া জান্নাতি ধন, মর্তে ছিলো খরা।
ভাবছো কি তায়? ওরে নাগর, এত্ত ফুলের প্রেমী?
ফুলের সাথেই প্রেম এসেছে, ধুলির ধরায় নামি।
রচনাতারিখ: ২৯শে অক্টোবর, ২০২১ সাল
রচনাসময়: রাত ০১টা ১০ মিনিট
Love Came with Flowers
———————– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0