—সাকি বিল্লাহ্
বঙ্গ মাতৃ নিষ্ঠ সন্তান
বঙ্গবীর তুমি হে মহান,
বীর বলে তুমি করেছো দান
সবচেয়ে প্রিয় তোমার সে প্রাণ,
আজও দেখি কত জন্মিছে সন্তান
নাহি হয় সে তোমার সমান ।
বাংলা মায়ের মান বাঁচাতে
প্রান দিয়েছো যুদ্ধে মেতে,
আজও তোমার নেইকো ক্ষয়
মৃত্যুঞ্জয়ী তুমি বীর দুর্জয় ।।
—কাব্য রেণু (সাকি বিল্লাহ্) কাব্য গ্রন্থ হতে
৬ replies on “বঙ্গবীর”
অসাধারণ কবিতা । লেখাটি কি আপনার?
জ্বি, আমার লেখা ।
nice poem
ধন্যবাদ
thanks for a such nice poem, saki vai.
ধন্যবাদ সিনথিয়া ।