অনলাইন প্রকাশনা

বঙ্গবীর
—সাকি বিল্লাহ্
বঙ্গ মাতৃ নিষ্ঠ সন্তান
বঙ্গবীর তুমি হে মহান,
বীর বলে তুমি করেছো দান
সবচেয়ে প্রিয় তোমার সে প্রাণ,
আজও দেখি কত জন্মিছে সন্তান
নাহি হয় সে তোমার সমান ।
বাংলা মায়ের মান বাঁচাতে
প্রান দিয়েছো যুদ্ধে মেতে,
আজও তোমার নেইকো ক্ষয়
মৃত্যুঞ্জয়ী তুমি বীর দুর্জয় ।।
—কাব্য রেণু (সাকি বিল্লাহ্) কাব্য গ্রন্থ হতে
মন্তব্য করুন..
Tags :
অসাধারণ কবিতা । লেখাটি কি আপনার?
জ্বি, আমার লেখা ।
nice poem
ধন্যবাদ
thanks for a such nice poem, saki vai.
ধন্যবাদ সিনথিয়া ।