বন কোকিলা অপ্সরা
——————————————— রমিত আজাদ
এই মেয়েটিই সেই মেয়েটি, মেঘের সাথে ভাব ছিলো যার,
বন কোকিলা হালকা পাখায় উড়তো সেযে দূর চরাচর!
বাঁশির মধুর সুরের যাদু ছুঁয়ে দিতো মনটা তাহার,
মিষ্টি হাসির শিরিন ঠোঁটে, ভুলিয়ে দিতো দুঃখ ধরার!
রূপ-মাধুরীর কন্যা সে যে, রূপকথারই বন্যা ভাসায়,
আকাশ থেকে ঝর্ণা ঢেলে, মৃত্তিকাকে কাঁদায়-হাসায়।
ক্লান্ত পথিক মন জুড়াতে, তারই ছায়ায় শ্রান্তি খোঁজে,
মরুদ্যানে ফুল ফোটাতে, অশ্রুজলেই সেচন সাজে।
ঝুমকোলতা ফুলের ভীড়ে, তিল গালে সে অপ্সরা,
নিশীথিনী তারার নীড়ে, জ্বলছে তাহার চোখজোড়া!
দরবারে তার আর্জি সবার, দাও ঢেলে দাও রূপসুধা,
হাত পেতে তাই ভিক্ষে নেবো, মিটবে তবে মনক্ষুধা।
রচনাতারিখ: ২৪শে মে, ২০২০ সাল
সময়: ০১টা ৩১ মিনিট
Forest Bird Fairy
———————— Ramit Azad