আন্টি বলেন কানটি ধরে-
জানিস হাঁদা মেনি?
তোর বয়েসে ইন্দিরাজি
ছিলেন কত ব্রেনি!
সবই জানি- বললো মেনি
মুখটি করে নত-
প্রধানমন্ত্রী ছিলেন, যখন
বয়েস তোমার মত।
আন্টি বলেন কানটি ধরে-
জানিস হাঁদা মেনি?
তোর বয়েসে ইন্দিরাজি
ছিলেন কত ব্রেনি!
সবই জানি- বললো মেনি
মুখটি করে নত-
প্রধানমন্ত্রী ছিলেন, যখন
বয়েস তোমার মত।