বর্ষারাগের অনুরাগে গুচ্ছ কদমফুল
—————————- রমিত আজাদ
তোমার মুঠোয় কদম দেখি বৃষ্টি ছটায় তাজা,
তোমার আঁখির কদমতারা জলের ফোটায় ভেজা!
ফুল ফেলে আজ অশ্রু নিলে হাসবে কবি নজরুল!
অশ্রু মুছে ফুল সাজালে গাইবে মনের বুলবুল?
হাসুক কদম শ্রাবণ রাগে, প্লাবন জাগুক মনে,
কান্না ঝরে বন্যা উঠুক, তোমার ভাবুক মনে!
বৈশাখী ঝড় এই বরষায় চাতক পাখীর কল্পনা!
কদমরা তাই ঝরবে না আজ, বৃথাই করো জল্পনা!
চাইলে কদম বৃক্ষে ওঠো, একটু খাটো এই প্রাতে,
হস্ত ভরে পুস্প দেবে, প্রেম জাগাতে একসাথে!
প্রেম যে কদম বৃক্ষ শাখে, রাখবে তাকে বুক জুড়ে,
উঠবে কাঁপন দুইটি মনে, বর্ষারাগের সুখ সুরে!!!
————————————————–
রচনাতারিখ: ১৯শে জুলাই, ২০১৯ সাল
সময়: রাত ১টা ১০ মিনিট