বর্ষার হাওয়া জল
বর্ষার হাওয়া জল
——————- রমিত আজাদ
শৌখিন বৃষ্টি নেমে আসে উঠানে,
শর শর ঝড় বয় ফুলভরা বাগানে।
ঝুম ঝুম বর্ষণে, কুমকুম জলকনা,
নিদারুন হর্ষণে, জলধির বন্দনা!
জলভরা দীঘি-ঝিলে জলকেলি উচ্ছাস,
নিষ্পাপ হাওয়া টানে অনাবিল নিশ্বাস।
হাত তুলে দরবেশ দোয়া মাগে দরবারে,
ক্ষেত ভরা ধান দিও, কিষাণের ঘরে ঘরে!
আমাদের কষ্টের বনবীথি যাচে আজ,
ঝড় হোক কম বেগে, নাই যেন ভাঙে গাছ।
গাছেরাই সম্পদ বদ্বীপের মাটি ফুঁড়ে,
ফুলে-ফলে সুশোভনে তারা আছে দেশ জুড়ে!
কষ্টের ধান-চাল যদি আজ যায় ভেসে,
কাঁটা-ঘায়ে নুন ছিটে দেবে ব্যাথা আশীবিষে!
বারি চাই, বায়ু চাই, চাই ধান কত আশা,
কষ্টেরা ভেসে যাক, সুখে থাক ভালোবাসা!
রচনাতারিখ: ২৭শে মে, ২০২০ সাল
সময়: রাত ০২টা ৩৩ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0