বলাই যায় না
শুধু দলা দলা কষ্টরা
দীর্ঘ শ্বাস বেয়ে নেমে আসে
ঘেমে যায় ঘর-দোর -মন
তবু চোর চোর- খেলি রোজ
খোঁজ করি একটি ভোরের-
জীবনটা প্রেমের
ঘোরের—
বলাই যায় না
শুধু দলা দলা কষ্টরা
দীর্ঘ শ্বাস বেয়ে নেমে আসে
ঘেমে যায় ঘর-দোর -মন
তবু চোর চোর- খেলি রোজ
খোঁজ করি একটি ভোরের-
জীবনটা প্রেমের
ঘোরের—
২ replies on “বলাই যায় না”
লেখকের নাম দেখা যাচ্ছে না কেন? আমি আসরে নতুুন। বুঝতে পারছি না। দয়া করে আমাকে সাহায্য করবেন। শঙ্কর দেবনাথ, shankardebnath723@gmail.com
আপনার সমস্যাটি সমাধান করা হয়েছে । দয়া করে ইমেইল চেক করুন, সেখানে বিস্তারিত দেয়া আছে । আর কিভাবে লেখা পোস্ট করবেন তার সচিত্র প্রতিবেদন দেখতে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=Tkc0RqWI38o