বসন্ত অনুরণন
———————— রমিত আজাদ
তোমাকে কতবার দেখেছিলাম মনে নেই,
তবে শাড়িতে একবারও দেখিনি।
তাই খোঁপায় ফুলও গুঁজে দিতে পারিনি!
আচ্ছা তুমি কি কখনো
সাজ-গোজ করেছিলে মন-প্রাণ ভরে
আমার সাথে দেখা করবে বলে?
ঢাকার পথে পথে
বৃষ্টিতে ভেজাও হয়নি কখনো!
দেখিনি বসন্তের ফুল দুজনে একত্রে!
দেখিনি বিলাসী বাগানে
বাগানবিলাসের দোল!
ছাদে উঠে জোৎস্না মাখাও হয়নি কখনো!
নেইনি সুঘ্রাণ সুবাসী হাসনাহেনার।
খুব সখ ছিলো,
তোমার হাতে হাত রেখে দাঁড়াবো
টকটকে কৃষ্ণচূড়ার নীচে।
ভেবেছিলাম,
কোন এক বসন্তে তোমাকে খুলে বলবো সবকিছু।
এখনো হয়নি বলা!
আবার বসন্ত এলো।
—————————————–
রচনাতারিখ: ১৮ই ফেব্রুয়ারী, ২০২০
সময়: সন্ধ্যা ০৮টা ২৩ মিনিট