সোঁদরবনের বাঘ এঁকেছে
তোতনমনি খাতায়,
লোলুপ চোখে বাঘটা কেবল
এদিক সেদিক তাকায়।
বাঘের পাশে নাদুসনুদুস
হরিণ আঁকে যেই,
লাফ দিয়ে বাঘ হরিণের ঘাড়
মটকে দিল সেই।
সোঁদরবনের বাঘ এঁকেছে
তোতনমনি খাতায়,
লোলুপ চোখে বাঘটা কেবল
এদিক সেদিক তাকায়।
বাঘের পাশে নাদুসনুদুস
হরিণ আঁকে যেই,
লাফ দিয়ে বাঘ হরিণের ঘাড়
মটকে দিল সেই।