বাসন্তী আল্পনা স্বপ্নীল
——————— রমিত আজাদ
বসন্তে বনে বনে দুরন্ত পুষ্প,
জীবন্ত মনে মনে অনন্ত বিশ্ব!
পরাগের চূর্ণরা উড়ন্ত শূন্যে,
সুবাসিত কাঞ্চন ভাসন্ত বন্যে।
উৎসবে বীণ বাজে ময়ূরের নৃত্যে,
পালিয়েছে শীত-গীত উষ্ণতা দৃপ্তে।
ফাল্গুনী আল্পনা মায়াময় বিশ্বে,
মৌসুমী বনফুল মখমলী দৃশ্যে!
তরুলতা শ্যামলতা বৃক্ষের লহরী,
তৃণলতা বাতুলতা শিমুলের প্রহরী!
গুঞ্জরে থেমে থেমে ভ্রমরের নন্দ,
কুহুকুহু ডেকে ওঠে কোকিলের ছন্দ!
স্বপ্নে কে ছুঁয়ে দেবে স্বপ্নীল আঁখিপাত?
পুষ্পতে ছেয়ে দেবে নির্ঘুম মধুরাত!
সুরভীত ঘূর্ণিতে ভেসে আসে নওসাজ।
পলাশের হাসিমেখে যৌবনে ঋতুরাজ।
————————————————
রচনাতারিখ: ১৪ই ফেব্রুয়ারী (১লা ফাল্গুন), ২০২০ সাল
সময়: রাত ০১টা ০১ মিনিট