বিজলী ঝলকে গালিচা জলধি
বিজলী ঝলকে গালিচা জলধি
——————————— রমিত আজাদ
এমন একটি হাতের স্পর্শ চেয়েছিলাম কয়েক যুগ আগে,
এরপর শুধু হাত দেখাই হলো মহাকাল জুড়ে,
কিন্তু তার কোমল স্পর্শ মিললো না অভাগা কপালে!!!
তারপর কত যে উত্থান-পতন,
কত স্রোত কত তরঙ্গ, কত যে জলধি!!!
নিস্তরঙ্গ সরোবরে ঝাঁপ দিয়ে নিশ্চল জলধিকে উত্তাল করা তোলা!
সেই উত্তাল তরঙ্গে আবার নিজেই খোলাম কুচির মত দোলা!
বিজলী ঝলকের আচমকা বজ্রপাতে তীব্র উত্তাপে ছাই হওয়া,
বিবর্ণ সেই ছাই থেকে পুণরায় বর্ণিল ফিনিক্স জেগে ওঠা!!!
প্রতি বসন্তেই শাহী বাগিচার পুষ্পগালিচায়
বিচিত্র রঙে ছেয়ে যাওয়া!
আবার তুহীন শীতের শৈত্যে বিবর্ণ হওয়া!!!
তবুও মিললো না সেই কোমল স্পর্শ!
কেন?
হয়তো সাধনা হয়নি মার্গ মেনে!
নতুবা প্রতীক্ষার প্রহর গুনেছি কম!
কয়েক যুগ যদি স্বল্প সময় হয়,
অপেক্ষা করতে রাজী আছি
আরো কয়েকটি শতাব্দী!!!
তবুও স্পর্শ আমার চাই।
————————————————–
রচনাতারিখ: ১৯শে জুলাই, ২০১৯ সাল
সময়: রাত ১টা ৪৭ মিনিট