বিবর্ণ পত্রের সাদাকালো
বিবর্ণ পত্রের সাদাকালো
——————————— রমিত আজাদ
পত্র না দিলেই বোধ হয় ভালো!
সে যদি পত্রে এমন কিছু লেখে,
যা আমি সহ্য করতে পারবো না!
তার চাইতে আমিই নিজের মত করে
একটি পত্র লিখে নেবো।
ভাববো পত্রটি তারই লেখা!
মাঝে মাঝে কিছু পত্র আসে
যার রঙ সাদাকালো,
অমন বিবর্ণ পত্রের জন্য
কেউ অপেক্ষা করেনা।
তারপরেও কম্পিত হস্তে
সেই পত্র খুলতে হয়,
শেষ পর্যন্ত পড়তে হয়!
বজ্রাহত হওয়ার পরেও নিঃশেষিত মানুষ
মূর্তিবৎ দাঁড়িয়ে থাকে!
দূর থেকে দেখে সবাই ভাবে,
ওতে এখনো প্রাণ আছে!
গতি থাকলেই দেহে প্রাণ থাকে না,
এ কথা নিরস প্রকৌশলীরা বুঝবে না!
এর জন্য চাই শিল্পরস, চাই চারুবোধ,
মনোবিদ্যা জানা চাই।
সবাই যে মনোবিজ্ঞানী হয় না!!!!!
———————————————–
রচনাতারিখ: ২৩শে ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত্রী ০১টা ০৭ মিনিট
A Fade Letter
——————- Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0