বিরহসুখ নিঃসঙ্গতা
বিরহসুখ নিঃসঙ্গতা
——————— রমিত আজাদ
থাক, দূরে আছো দূরেই থাকো,
কাছে আসার কোন প্রয়োজন নাই।
অসাধারণ আছো, অসাধারণই থাকো,
সাধারণ হওয়ার কোন প্রয়োজন নাই।
স্বপ্নবিলাস আছো, স্বপ্নবিলাসই থাকো।
স্বপ্নটা ভাঙতে চাই না!!!
পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসগুলো বিরহ নিয়ে,
পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাগুলো বিরহ নিয়ে,
পৃথিবীর শ্রেষ্ঠ গানগুলো বিরহ নিয়ে।
বিরহের নায়িকাই হিট নায়িকা!
———————————
তারিখ: ৫ই মার্চ, ২০১৯
সময়: বিকাল ৬টা ৩১ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0