বিশ্বনবী, দ্বীনের নবী
বিশ্বনবী, দ্বীনের নবী
————————- রমিত আজাদ
আমার নবী, দ্বীনের নবী, ধ্যানের ছবি, মহীয়ান;
রাসুল তিনি, আমীন তিনি, হাবিব-এ-খোদা, দো-জাহান।
শেষ বিচারে চাইনা সাজা, চাই করুণা, ইয়া রাহ্মান।
রোজ হাশরে বললে নবী, পেতে পারি পরিত্রাণ।
হেরার গুহায় ধ্যানের নবী, পেলেন ওহী, আল-কুরআন;
পড়েন আয়াত উম্মি নবী, জ্ঞানের কিতাব আল-ফুরকান!
পাক কুরআনের তিনিই গ্রাহক, তিনিই তাহার প্রচারক;
নূরের কিতাব সরায় আঁধার, দ্বীন শেখালেন সৎ-ঘোষক।
আল-মুয়াজ্জাজ পড়েন ধ্বনি বিশ্বাসেরই নিদর্শন;
আল-মুতাওয়াক্কিল ভরসা রাখেন, করেন নিজকে সমর্পন।
আল মুস্তাফা শোনান বাণী পাক কুরআনে বিদ্যমান;
আল-মুশাফ্ফা-র সুপারিশে পেতে পারি পরিত্রাণ।
আল-মুনির-এর হাতের ছোঁয়ায় নামে ধরায় আলোর ঢল;
তাঁর মহিমায় আঁধার মিলায়, ফোটে ন্যায়ের শতদল!
আস-সিরাজ-এর আলোয় জ্বলে জ্ঞানের প্রদীপ দ্যুতিময়;
আল-আকিব-এর হজ্বের ভাষণ চিরকালীন স্মৃতিময়!
সুসংবাদের বাহক তিনি আল-মুবাশ্বির নবী মোর,
স্মরণকারী রসুল তিনি আল-মুধাক্কির, সকল ভোর।
শাহাদাতের বাণী বলেন ভোরের জ্যোতি আল-মিসবাহ,
তাওহীদ-এরই পথে টানেন খতমে নবুয়ত, রসুলুল্লাহ (স.)!
রচনাতারিখ: ০১লা জুলাই, ২০২২ সাল
রচনাসময়: রাত ০২টা ২৩ মিনিট
The Prophet of the World
————————– Ramit Azad