বিষন্ন বসন্ত সাজ
———– রমিত আজাদ
জানি, আজ তোমার জন্মদিন;
কিছুই ভুলিনি আমি।
ভোলা সম্ভবও না,
আমি তো আর অভিনয় করিনি!
সবই ছিলো পাহাড়ী ঝর্ণার মতই টলটলে ও সত্য!
আমিতো শুদ্ধ মনেই ভালোবেসেছিলাম,
দেখেছিলাম স্বপ্নাতুর স্বপ্নসুধা!
হিম মাঘ সমাপান্তে বসন্ত ফাগুনের মতই ফুলেল!
তুমি যদি ভাবো আমি ভুলে গিয়েছে তবে ভুল করবে,
এখনো স্পষ্টই মনে করতে পারি আমাদের শেষ দৃশ্য!
আমার দেয়া কষ্টগুলো কি
তোমার বুকে জমে আছে আজও?
বরফ কি আর গলবে না?
আমি কিন্তু অনেকবারই ক্ষমা চেয়েছি!
ফুল ফুটলে ফুটুক, ঝরলে ঝরুক,
ফুলের মূল্য হারিয়েছি সেই কবেই!
রজনিগন্ধা, কার্নেশন সবই আজ অর্থহীন!
তবে প্রতিটি বসন্তেই জন্ম নেবে একটি কবিতা,
নিঃশেষিত মনের পাণ্ডুর পান্ডুলিপি;
প্রেম নয়, বিরহ প্রসূত!
——————————————
রচনাতারিখ: ১৩ই ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ১১টা ৪১ মিনিট
Your Birthday
——————- Ramit Azad