কেউবা ভাবে বিদেশ বসে,
আসবে দেশে বীরের বেশে!
ন্যান্সিরা তাই আছে বসে,
বরণ করবেন হেসে হেসে।
কেউবা আবার হেসে কয়,
বীরের বেশে তারেক নয়,
যতই করুক আহাজারি,
তিনি একজন ফেরারি।
হোক না কেহ মহাদোষী,
তবুও সে বাংলাদেশী
জন্ম যদি এই দেশে হয়
ফিরতে কেন লাগে ভয়?
কেউ যদি হয় দেশের দোষী
করবে বিচার দেশবাসী,
দেশে আসতে বাধা কই?
তবে কেন হইচই?
বীর বলি আর চোর বলি,
ফালতু কথা কে কয়?
কাজের মধ্যেই পাওয়া যায়,
আসল বীরের পরিচয়।
মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul_77@yahoo.com