বৃষ্টিরে তোর ছলাকলা
বৃষ্টিরে তোর ছলাকলা
————————— রমিত আজাদ
বল বৃষ্টি বল? ঝরাবি কি জল?
চাইলে মায়া মেঘের কাছে,
কেন করিস ছল?
টিপ টিপ টিপ চাইলে পানি,
ছুঁড়ে মারিস শিল।
ভাঙা কপাল আরো ভাঙিস,
মাথায় মেরে ঢিল!
বৃষ্টিরে তোর ছলাকলা
বোঝা বড়ই দায়!
এই না ঝেপে করলি শীতল,
আবার পালাস হায়!
বৃষ্টি যখন নামে ঝেপে
ফুঁসে উঠে ঢল,
সায়র ধারায় জোয়ার জাগে,
ঊর্মি টলোমল!
বৃষ্টি-রে তুই কররে দয়া,
আছি বড়ই অভাবে!
নওজোয়ানী কায়ার আগুন
তুই ছাড়া কে নিভাবে?
রচনাতারিখ: ২৫শে এপ্রিল, ২০২০
সময়: রাত ১০টা ৫০ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0