বৃষ্টির ছন্দ
বৃষ্টির ছন্দ
—————— রমিত আজাদ
ঝুপ ঝুপ, টুপ টুপ, ঝরছে তো ঝরছেই,
চুপ চুপ, রুপ খুব, বৃষ্টি তো পড়ছেই!
কানে বাজে খুব খুব, বৃষ্টির ছন্দ;
জলে ভাসে অপরূপ মধুপের গন্ধ!
দেয়া নামে কেয়া বনে, মেঘেদের যুদ্ধ;
দেখে দেখে দিনমান, আঁখি দুটি মুগ্ধ!
বিজলীর চমকানি গগনের নিশানে,
দীপ্তির ঝলকানি তড়িৎের বিষাণে!
শ্রাবণের বরিষণে কানে সুর নূপুরের,
প্লাবনের আবাহনে প্রাণে দূর দুপুরের।
জলে ঢল বরষার, টলমল চারিধার,
গেলো তল নদীটার, ছলছল আঁখিভার।
খোশবাগে পুষ্পের ঢেউয়ে দোলে সুরভি,
গীতরাগে যন্ত্রের তারে বাজে পূরবী।
নদীতটে ডাকে বান, ধেয়ে আসে কল্লোল,
ছবিপটে তুলি টান, রঙে রসে হিল্লোল।
বরষার দান আজি ভরসাতে উদ্বেল,
প্রকৃতির গান আজি প্রতীতির বর্ণেল।
দীঘি ঝিলে উৎপল, মেঘে ভাসা শতদল
মৃণালিনী সাগরিকা পারাবারে উচ্ছল!
সাগরিকা সুদূরিকা কেন তুমি হারালে?
মালবিকা, মধুমিতা রয়ে গেলে আড়ালে!
এতকাল পরে যদি মনে পড়ে নিরালে,
বরষার এত জলে তরী কিগো ভিড়ালে?
রচনাতারিখ: ২৪শে জুন, ২০২১ সাল
রচনাসময়: রাত ০৩টা ৩৫ মিনিট
The Rhythm of the Rain
——————- Ramit Azad