বৃষ্টির টুপটাপ (The Sound of Rain)
বৃষ্টির টুপটাপ
——————— রমিত আজাদ
কাল সারাদিন বৃষ্টি ছিলো টাপুর টুপুর,
কাল সারাদিন কষ্টে ছিলো মেঘলা দুপুর!
কাল সারাদিন মেঘ রেগেছে বজ্র হয়ে,
কাল সারাদিন ভিজলো মাটি মগ্ন হয়ে।
কাল সারাদিন যন্ত্রনাতে কাঁদলো পাখী,
কাল সারাদিন শূণ্য ছিলো উদাস আঁখি।
কাল সারাদিন বুকের ঝিলে বান ডেকেছে,
কাল সারাদিন চুমুর তৃষায় ঠোঁট কেঁপেছে!
কাল সারাদিন সবুজ ঘাসে পথ ঢেকেছে,
কাল সারাদিন শুভ্র সারস জল মেখেছে।
কাল সারাদিন ধানশালিখে বেশ নেচেছে,
কাল সারাদিন ডাহুক পাখী খুব ডেকেছে।
কাল সারাদিন বিদ্ধ হলো বুকটি নদীর,
কাল সারাদিন সিক্ত হলো চোখটি গভীর!
কাল সারাদিন আকুল হয়ে মন কেঁদেছ,
কাল সারাদিন ব্যার্থ বাউল সুর সেধেছে!
রচনাতাড়িখ: ৪ঠা জুলাই, ২০২১ সাল
রচনাসময়: রাত ০২টা ৪১ মিনিট
The Sound of Rain
——————— Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0