বৃষ্টি তুমি ঢাললে সুধা
বৃষ্টি তুমি ঢাললে সুধা
——————————- রমিত আজাদ
বৃষ্টি তুমি কাঁদছো কেন, আকাশ ভেঙে ঝর ঝরো ঝর?
বৃষ্টি তুমি পড়ছো কেন, জলের কাঁপন থর থরো থর?
বৃষ্টি তোমার জলের ফোটা ভরছে সায়র কানায় কানায়,
বৃষ্টি তোমার বারির ধারা মুক্তো ছিটায় দানায় দানায়।
বৃষ্টি তোমার জলের নাচন, ছন্দ তোলে পদ্মঝিলে,
বৃষ্টি তোমার ঐকতানে সেতার বাজে ফুলেল বিলে।
বৃষ্টি তোমার বিজলি বাতি চমকে ওঠে সুনীল নভে,
বৃষ্টি তোমার বজ্রধ্বনি আত্মা কাঁপায় বিষম রবে!
বৃষ্টি তুমি খেয়াঘাটে জল বাড়িয়ে নৌকা দোলাও,
বৃষ্টি তুমি নদীতটে মাল্লামাঝির পথটি ভোলাও।
বৃষ্টি তুমি বান ডেকে যাও, মন উদাসী কাশের বনে।
বৃষ্টি তুমি পসরা সাজাও, জল পিয়াসী তাহার মনে?
বৃষ্টি তোমার জলের ছোঁয়ায় হচ্ছে সবুজ বৃক্ষ-তরূ,
বৃষ্টি তোমার মেঘের মায়ায় যুগল প্রেমীর মনটা উড়ু!
বৃষ্টি তুমি ঢাললে সুধা এই বনে আর সেই বনে,
বৃষ্টি তুমি ফুল ফোটালে এই মনে আর সেই মনে!
রচনাতারিখ: ১১ই জুন, ২০২১ সাল
রচনাসময়: রাত ০১টা ৫১ মিনিট
Rainy Nectar
——————— Ramit Azad