বৃষ্টি ভিজে চলা
বৃষ্টি ভিজে চলা
————————- রমিত আজাদ
কে ঝরালো বর্ষা এমন, উথাল-পাথাল অধীর এ মন,
সূর্য আজি হারিয়ে গেলো, নামলো আঁধার বইলো পবন!
মেঘের সাথে মেঘ খেলছে ছোঁয়াছুয়ির বরফ-পানি।
আজ সারাদিন বৃষ্টি হলো, রিম ঝিম ঝিম বর্ষা রাণী।
বাদল দিনে গান গায়না গায়ক কোন কথক পাখী,
হয়তো ধারা মন ভেঙেছে, সজল তাদের কাজল আঁখি।
মেঘের গায়ে মেঘ লাগতেই চমকে ওঠে আলো,
ধুসর দিনে বিজলী বুঝি সরিয়ে দেবে কালো।
মনে পড়ে কাগজ খেয়া, শ্রাবণ মেঘের জল,
মনে পড়ে ঝড়ের পরে আম কুড়ানোর ঢল!
মনে পড়ে বৃষ্টি দেখে হঠাৎ আবেগ তোলা,
আবেগ বশে মনের কথা মুখ ফস্কে বলা।
তারপর তার মুখের ভাবে রাঙা মেঘের ছোঁয়া,
চোখের ভাষায় খুশবু ছড়ায় জুঁই মহুয়ার মায়া।
মনে পড়ে ঝুম বরষায় ছাতা ছুঁড়ে ফেলা,
সারাটা দিন হাত ধরে হাত বৃষ্টি ভিজে চলা।
রচনাতারিখ: ২২শে জুলাই, ২০২০ সাল
রচনাসময়: বিকাল ৫টা ২৩ মিনিট
Walking In The Rain
—————————- Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0