বৃষ্টি যখন ফল সিজনে (The Rain in Autumn – Ramit Azad)
বৃষ্টি যখন ফল সিজনে
——————————— রমিত আজাদ
বৃষ্টি যখন ফল সিজনে, ঝরছে অঝোর কোন বিজনে?
ছড়িয়ে মধুর সুর কূজনে, দিচ্ছে দোলা কোন সুজনে?
কৃষ্ণ কেশের ছড়িয়ে সুবাস, কোন মদিরায় করছে উদাস?
রক্ত কপোল রঙের আবাস, হাসির মাঝে কিসের আভাস?
বৃষ্টি ঝরে বনের ফুলে, ফল সিজনের হ্রদের কূলে;
আনমনা তার মুক্ত চুলে, মেঘের লালী হারায় ভুলে।
বন রেঙেছে মন ভুলিতে, চিত্রকরের রঙ তুলিতে,
ব্যাস্ত সে যে চুল খুলিতে, গিরির ঢালের লাল ধুলিতে।
বৃষ্টি নামে ফুলকলিতে, দেখলো পথিক পথ চলিতে;
চলছে লীলা মেঘললিতে, ভিজিয়ে বীথি জলকেলিতে।
বৃষ্টি ছোঁয়ায় বনের পাহাড়, সেই ছোঁয়াতেই রঙের বাহার!
মন উতলা চিত্তে কাহার? রূপের ছোঁয়ায় রঙের জোয়ার!
মুগ্ধতা আজ অমনধারা, মিষ্টি হাসির মুক্তঝরা;
ফল সিজনেই বাঁধনহারা, সুরার নেশায় তৃষ্ণাতুরা!
মূর্চ্ছনা তাই পর্তুলিকায়, রঙ বিলাসী মেঘবালিকায়;
বৃষ্টি সাজে কুহেলিকায়, ফল সিজনের প্রহেলিকায়!
রচনাতারিখ: ১৪ অক্টোবর, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ০৩টা ৪৭ মিনিট
The Rain in Autumn
—————– Ramit Azad