ব্যস্ত নগরীর কড়চা
—————– রমিত আজাদ
এই শহরে গান শোনাবার তেমন কেহ নাই!
এই শহরে কাব্য বলার তেমন কেহ নাই!
এখানে স্বপ্ন সুধা মগ্ন থাকে – ঋদ্ধি কোথা পাই?
ইটের ঐ দালানকোঠায় বৃষ্টিভেজা কান্না জমে তাই!!!
এখানে চৈতালী চাঁদ ঝলকে উঠেই ছলকে ডুবে যাই,
চাঁদের ঐ জোৎস্না দেখার দীপ্তিমাখার সময় কারো নাই!
এখানে ব্যাস্ত পথে ত্রস্ত পথিক ছুটেই চলে চল্,
কাজের ঐ নেশায় ডুবে শূন্যকূপে আছে সবাই বল্।
এখানে শুকতারাটা ভোর হলে ঐ আকাশপানে ধায়,
নগরীর চরকা ঘোরে দিবস ভরে, টাকার খোঁজে যায়।
এখানে প্রেমিক পুরুষ কাজের চাপে রোবট হলো বল্!
প্রেমিকার বুক জুড়ে তাই জমাট ব্যাথা, কান্না টলমল!
এখানে ধ্রুবতারা গোমড়া মুখে মর্ত দেখে, অর্থবিহীন প্রথা,
জোনাকীর নীল ঝিলমিল আলোর শোভায় সাজপরিধি কোথা?
এখানে কার বুকে কোন শোকের ছায়া, কে নেবে খোঁজ তার?
তবুও শহরবাসী মন উদাসী খুঁজেই চলে সুখের হাসি বৃথাই বারংবার!!!
——————————————–
তারিখ: ২৩শে মার্চ, ২০১৯
সময়: রাত ২টা ১০ মিনিট