ব্যার্থ প্রতিশ্রুতি
———————– রমিত আজাদ
কথা তো দিয়েছিলাম; তুমিও তো দিয়েছিলে কথা!
তবে কেন হারালো সে কথাগুলো? হৃদয়ে হানিলো ব্যাথা!
হারিয়েছে কথাগুলো তাইতো এখনো নির্ঘুম কাটে রাত।
মৌন গগনে দেখিছে রজনী, আমাদের পরিতাপ!
শরতের রঙে তোমাদের দেশে, রঙিন হয়েছে শাখা,
আমাদের দেশে নামিছে হিমানী, কূয়াশা মেলিছে পাখা।
রঙের বারতা কোথায় পশিল? রাঙালো কি সমীরন?
শীতল সমীরে উষ্ণতা কোথা? অযথাই তাই জাগরণ!
তুমি যবে যাও নদীতটে একা, তটিনীর জলে পাও কি গো দেখা?
হারানো দিনের অভিসারী ছবি, শুয়ে আছো মোর কোলে রেখে মাথা!
স্বয়ংবরা তুমি সঁপেছিলে মন, রচেছিলে গৃহ দেখিয়া স্বপন,
সেই ঘর আর হয় নাই গড়া! স্বপ্ন মুছিলো অপয়া পবন।
কি পেলে জাগিয়া এত এত রাত, শুকানো পুষ্পে লুটায় কি চাঁদ?
কেবলি লুটায় অস্থির তনু, কাতর স্মৃতির অধীর অতনু।
আমার বাসনা নিভিয়া গিয়াছে, উবিয়াছে সব সাধ!
নিরাশা তিথিতে দেখিছে তোমারে মৌন বিরহী চাঁদ!
রচনাতারিখ: ৬ই নভেম্বর, ২০২০ সাল
সময়: ভোর ০৪টা ০১ মিনিট
False promises
———————– Ramit Azad