বয়সের ব্যবধান বড় বেশী হয়ে গেলো!
বয়সের ব্যবধান বড় বেশী হয়ে গেলো!
————————— রমিত আজাদ
মনে করো আমি ফিরে যাবো
বছর বিশেক আগে।
তখন তোমাতে আর আমাতে
বয়সের ব্যবধান হবে কম।
যেমন তুমি আজ স্নিগ্ধ তরুণী,
আমিও হতাম এক তেজী তরুণ!
হাইপোথিসিস হবে স্বপ্নের শতদল!
অবাস্তব ফ্যান্টাসী করতে বাধা নেই কোন।
সফেদ জমীনে বর্ণিল কারুকাজি বসন
তোমাতে দিয়েছে স্বর্গীয় রূপ!
পরী ও মেঘের মত ছুঁয়েছ আকাশ।
অরুন্ধুতি হতে চাও হও, মেঘবতি।
বশিষ্ঠ ঋষি-র প্রেমযোগ তুমিই প্রিয়তি!
এই পরীটিকে যদি নিয়ে আসি ঘরে?
ছুঁয়ে দেই আড়ষ্ট সলজ্জ অধর দ্বিধান্বিত?
সে কি হয়ে যাবে নিতান্তই আটপৌরে?
কাব্যিক রূপসী কি হারাবে জৌলুস?
নাকি ক্ষয়ে যাবে
আমার অনুরক্তি উত্তাপের?
বুঝিনা,
কেমন যেন এলোমেলো হয়ে যায় ভাবনা!
বয়সের ব্যবধান বড় বেশী হয়ে গেলো!
প্রণয়ের পরিণতি পরিণয় নয়!
পোষাকের আড়ালে কায়া,
কায়ার আড়ালে হৃদয়।
অতটা দূরত্ব ঠেলে কে দেখবে রক্তক্ষরণ?
—————————————
তারিখ: ১৯শে নভেম্বর, ২০১৮
সময় রাত ১২ টা ৫৭ মিনিট