ভরিয়ে দেব চিত্ত
ভরিয়ে দেব চিত্ত
————————- রমিত আজাদ
তরঙ্গ তো বলেছিলো, “আর্জি আছে একটি,
আমায় নিয়ে কাব্য লিখুন, একজোড়া কি সাতটি।”
মায়াবী তার দৃষ্টি কেমন মধুর মতন মিষ্টি!
কথা দিলাম, সেই কবিতায় রাঙিয়ে দেব দেশটি!
মধু আমার, তোমার কথা ফেলতে কি আর পারি?
মন ভুলিয়ে কবেই তুমি প্রাণ করেছ ভারী!
চাওনি কিছুই, বিত্ত কিবা অর্থ কাড়ি কাড়ি;
একটু শুধু শব্দমালায় চাইলে কথার সারি।
অর্থাভাবে দুর্ভাগা তাই রত্ন দিতে নারি;
কর্ণে তোমার স্বর্ণরেণুর দুল দোলাতে পারি?
জরিন সুতায় বোনা কাজের অগ্নি-দামের শাড়ী,
তাও পারিনা দিতে তোমায়, মন-রূপসী নারী।
কোন মালিকার রত্নভারে সাজিয়ে দেব কন্ঠ?
রিক্ত কবির শূণ্যহাতে, বিষণ্ণ তার মন-তো!
কোন বালারই নকশা সাজে সাজিয়ে দেব হস্ত?
রৌপ্য-চাঁদির সাধ্য তো নেই, হৃদয় ভরা কস্ট!
ভুবনভোলা রূপ যে তোমার, চন্দ্রকলায় সিক্ত!
দীন-ভিখারী ক্ষুদ্র আমি অর্থাভাবেই রিক্ত।
কাব্য লিখেই দিন কেটেছে, হয়নি কোন বিত্ত;
রত্নে না হোক কথার মায়ায় ভরিয়ে দেব চিত্ত!
রচনাতারিখ: ১৪ই জুন, ২০২২
রচনাতারিখ: বিকাল ০৫টা ১৭ মিনিট
I will Fill Your Heart
————————- Ramit Azad