ভাইরালে তার মাইরালা মন
———————————- রমিত আজাদ
টিনের চালে ঢিল পড়িলে বুঝবে আমার ডাক,
এই ডাকাতে ঘাপলা হলে, পাঠিয়ে দেব কাক।
পাতিকাকের ঝাঁকের ভীড়ে যেমন আছে থাক,
চাতক পাখীর মতই অধীর একখানা দাঁড়কাক!
বসন্ত দিন রং ছড়ালে কোকিল ডাকে ডাকবো কুহু,
ডাক শুনিলেই বুঝে নিও, প্রেমের সমীর বইছে হুহু!
আরো পারি করতে নকল শেয়াল মামার হুক্কা হুয়া,
তবে সে ডাক শুনলে চাচা বুঝতে পারে শব্দ ভুয়া!
চুঙ্গা ফুকার দিনতো কবেই ফুরিয়ে গেছে গাঁয়ের পথেই,
ঢোল পিটিয়ে ডাকার রেওয়াজ গত হলো তাহার সাথেই!
কৃষ্ণরাধা বংশী সুরে কদম তলায় বাঁজিয়ে বাঁশি,
ডাকটা মধুর হোকনা দূরে, করতে পারি তোমায় খুশি!
মুঠোফোনে ডাকার আবার, রিস্ক রয়েছে একশো খানা,
আঁড়িপেতে রেকর্ড করে নেট ছড়িয়ে দিচ্ছে হানা!
ভাইরালে তার মাইরালা মন, প্রেমের মুখে মাররে ছাই,
প্রাইভেসি আজ উঠলো শিকেয় প্রেম করাতেও শান্তি নাই!
রচনাতারিখ: ২রা জানুয়ারী, ২০২১
রচনাসময়: রাত ১২টা ১৩ মিনিট