তুমি জানবে না,
তুমি জানবে না,
তুমি নিরেট হলেও আবেগ ঢেলে,
বেসেছিলাম ভালো!
হৃদয়মাঝে রেখেছিলাম,
জ্বেলে প্রদীপ আলো!
ভালোবাসার ইমারতের ইটের খাঁজে খাঁজে,
ভালোবাসার ভবনগুলোর প্রাচীর ভাজে ভাজে,
রেখেছিলাম মনের আবেগ অশ্রুজলে লিখে,
তোমার কায়ায়, প্রাণের মায়ায়, প্রণয়সুধা মেখে।
তোমার দেহে এঁকেছিলাম প্রাণের যত প্রীতি,
তোমার মাঝে রয়ে গেছে আকুল করা স্মৃতি!!!
(কেউ বিশ্বাস করুন আর না করুন, কবিতাটি লেখার সময় আমার চোখে ভিজে গিয়েছিলো। নিরেট কিছু ইমারতকেও ভালোবাসা যায়!
সিলেট ক্যাডেট কলেজের ‘আবাসিক ভবন’ ও ‘এ্যাকাডেমিক ব্লক’ ভেঙে ফেলা হবে।)
——— রমিত আজাদ
(রচনাতারিখ: ৪ঠা অক্টোবর, ২০১৯)
ভিডিওটি তৈরী করার জন্য খিজির হায়াত-কে ধন্যবাদ।