ভালোবাসা চাই
————————- রমিত আজাদ
‘এই তো আমি। এই তো আমি।’
এই বলে কেউ আসবে কবে?
তীর ছুড়িয়া এই দুনিয়া
ওলট-পালট করবে কবে?
জলোচ্ছাসের প্রাণোচ্ছাসে
অঝোর ধারা ঝরবে কবে?
মরুভূমির রুক্ষ জমি
শ্যামলভূমি করবে কবে?
অগ্নিঝরা দৃষ্টি হেনে,
মন বনতট জ্বালবে কবে?
দ্রাক্ষাক্ষেতে পীযূষ সুধা
বান সমতট ঢালবে কবে?
ঘূর্ণিঝড়ের রুদ্র হাওয়ায়
শিউলি বকুল ঝরবে কবে?
চোখ রেখে চোখ দৃষ্টিবাণে
হ্রদ নদীকূল ভরবে কবে?
আকাশ হয়ে কুসুম হয়ে,
কাব্য কথা লিখবে কবে?
আমার কথায় বাধ্য হয়ে
ভৈরবী সুর শিখবে কবে?
ভবের ভাবে উথাল হয়ে
ইন্দ্রধনু জাগবে কবে?
আমার গানে ছন্দ তুলে
স্বর্ণলতা নাচবে কবে?
প্রেম মদিরায় মত্ত হয়ে
জ্ঞান হারিয়ে লুটবে কবে?
তৃষ্ণা মেটা জল জোটাতে
অশ্ববেগে ছুটবে কবে?
মোর বেদনায় দুঃখ পেয়ে,
আকুল হয়ে কাঁদব কবে?
মোর বিরহে অধীর হয়ে
বৈরাগী রূপ ধরবে কবে?
কি সকরুণ জ্বালা লয়ে,
অপেক্ষাতে আছি আমি।
কি নিদারুণ তৃষ্ণা লয়ে,
প্রতীক্ষাতে যায় যামিনী।
——————————————
রচনাতারিখ: ৩০শে ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত্রী ৩টা ০১ মিনিট