ভুতুরে আলোর মদিরা
ভুতুরে আলোর মদিরা
—————————- রমিত আজাদ
নির্দ্বিধায় দাফন করে ফেলো বুকভরা স্বপ্নগুলো,
কফিনে পেরেক ঠুকে দাও সীমাহীন বাসনার,
বেতন ভাতা বোনাস বিস্তৃতি তোমাদের জন্য নয়,
তোমাদের জন্য আছে কেবল দুর্ভোগ মূল্যবৃদ্ধি!
সুখের ছবি দেখে আর কি হবে ভার্চুয়ালে?
যেখানে সমগ্র মহাবিশ্বই আজ অসুখী!!!
রঙিন শামিয়ানার নীচে
ঐ বর্ণিল উৎসব তোমাদের নয়।
সুরায়িত মেলার জালিয়াতি জুয়াচক্রে
অর্ধনগ্ন নর্তকীর ছন্দময় ছলচাতুরি
মনভোলানো এক সাময়িক ইন্দ্রজাল মাত্র!
মলিন পোষাকে শ্রমিক বুনে যায়
ঝলমলে ধড়াচূড়া শ্রীমন্ত আমীরের।
সূঁচ-সুতোর টানে টানে বুনে চলে স্বপ্ন,
ভুতুরে আলোর মদিরা ভোলায় ক্লেশ!
প্রবঞ্চকের চুম্বনের স্বাদ বয়ে চলে
ধমনীর নদী বেয়ে প্রমত্ত রক্তস্রোতে।
দেহবল্লরীর অন্তর্নিহিত কোষঝিল্লিতে
আশীবিষ প্রস্তুতি নেয় মরণ দংশনের
নৃত্যরত নাগরাজ ফুঁসে ওঠে কুজ্ঝটিকায়
প্রলয়ঙ্করী পূর্ণিমার অপেক্ষায়!!!
———————————————-
তারিখ: ২০শে জানুয়ারী, ২০১৯
সময়: রাত ২টা ৫ মিনিট