ভুলের পুনরাবৃত্তি ভুল
ভুলের পুনরাবৃত্তি ভুল
———— রমিত আজাদ
আবার আমি চাইছি হতে পঞ্চদশী কিশোরী,
মনটা বলে জীবনটাকে নতুন করে ধ্বংস করি।
চাই ফিরে ঐ যুক্তিবিহীন বাঁধ না মানা বয়সটাকে,
ছন্নছাড়া বাঁধনহারা উন্মাদনার প্রকাশটাকে।
আবার যাবো ভোর-প্রভাতে ফুল কুড়াবার অজুহাতে,
চোখ এড়িয়ে সব সমাজের হাত রেখে হাত তাহার সাথে।
ভ্রান্তি মেনেও ভ্রান্ত হবো, শুদ্ধ মনে বিষ ছড়াবো,
পাপ কুড়ানো পাতক হবো, লজ্জা ভেঙে লাজ হারাবো।
অধর গাত্রে অধর রেখে, শিশির সুধা মাখবো সুখে,
রাখবো আঁখি আঁখির ফাঁদে, জ্বালবো অনল অগ্নিরাগে।
নতুন করে জীবন পেয়ে সংশোধনের সুযোগ পেলেই,
পুরান ভুলের ফিরতি হবে, পঞ্চদশী বয়স এলেই!!!
—————————————————————
তারিখ: ২৫শে অক্টোবর, ২০১৮
সময়: রাত তিনটা চল্লিশ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0