ভুল সিদ্ধান্ত
——————- রমিত আজাদ
আমার প্রয়োজন ছিলো,
সবকিছু ছেড়েছুড়ে দিয়ে একা একা থেকে যাওয়া!
সেদিনই সিদ্ধান্তটি নেয়া উচিৎ ছিলো,
একেবারেই পাকাপোক্তভাবে।
কোন দোদুল্যমানতা ছাড়াই!
তা না করে আমি নতুন সঙ্গসুখ চাইলাম!
দায়সাড়া গোছের একটা রিপ্লেসমেন্ট!
একাকীত্বের যন্ত্রণা লাঘব করতে গিয়েই
এটা হয়েছে হয়তো!
কিন্তু, আমি কি একাকীত্ব দূর করতে পেরেছি?
কি পেলাম?
পান্ডুর দিন, মেঘলা আকাশ, প্রবাস ব্যাথা মনে,
ঘুম নয় দোল, নিজেই দুলি, নির্ঘুম জাগরণে!
হুতাশী বাতাস ঝরায় পাতা, স্মৃতির চেরি গাছের,
নিমের শাঁখায় কাঁদে পাখি, দুঃখ অভিসারের!
ঘুরছে শশী, ঘুরছে গ্রহ, আঁধার আলোয় লীন।
এমনি করেই যায় ঝরে যায় জীবন থেকে দিন!
——————————————————–
রচনাতারিখ: ২২শে জানুয়ারী, ২০২০
সময়: বিকাল ৪টা ২৫ মিনিট
Wrong Decision
———————- Ramit Azad