ভেঙ্গেছি নিঠুর হাতে
————————– রমিত আজাদ
ভুলি নাই প্রিয়া, ভুলি নাই তব ফুল।
শুধু ভেঙ্গেছি নিঠুর হাতে সে মধুর ভুল!
তোমারে দেখিয়া ভাবি নাই কভু
তুমি মোর বুলবুল!
ভাবি নাই কভু তোমারে আপনা,
দলিয়াছি তাই প্রেমের মুকুল!
সরলা তোমারে করিনি কদর,
করিয়াছি শুধু মামুলি খেলনা।
রাখি নাই তাই অন্তরে মম,
মানি নাই চিরচেনা!
তাই আজ অনুতাপ হয়,
নিশিদিন মনে পড়ে।
কেন যে তোমারে রেখেছি বাহিরে,
রাখিনাই অন্তরে!
ভুলি নাই প্রিয়া, ভুলি নাই তব ফুল।
শুধু ভেঙ্গেছি নিঠুর হাতে সে মধুর ভুল!
—————————————————–
রচনাতারিখ: ০৯ই জানুয়ারী, ২০২০
সময়: ভোর ৪টা ১৬ মিনিট