মণির রূপে সেই তটিনী
———————————- রমিত আজাদ
বইছে সুখে স্রোতস্বিনী, তারই ধারে বসলো মণি;
লজ্জ্বা পেলো কেমন জানি! মণির রূপে সেই তটিনী।
শরৎ শোভাও হারলো আজি, মণির অলোক ছুঁয়ে,
ফুলের মাঝে ফুলের শোভা, আকাশ দেখে নুয়ে।
শরৎ রাণী রঙ ছিটালো, সাগর পারের বনে;
কোন রঙে আজ রঙিন হলো, মণির মনে মনে?
সিন্ধু পারের বন্ধু হৃদয়, আকুল হলো প্রেমে,
মন ভরিয়ে মণির সুধা, দেখছে থেমে থেমে।
জলের বুকে হয়তো মণি লিখছে মনের কথা,
সেই কথা কি কাব্য হবে, ঢেউ জাগানো ব্যথা?
লেখার আগেই ঢেউ মুছে দেয়, জলের লেখা রয়না!
কবি তবু পড়তে পারে, জল যেন তার আয়না!
সাত সাগর আর তেরো নদীর ঐ পারে আজ মণি,
এই পারে তার আঁকছে ছবি, চিত্রকর এক ঋণী।
উদাসিনীর ব্যাকুল আঁখি হাজার যোজন দূরে,
যেই দেশে আজ গাইছে মাঝি ভাটিয়ালি সুরে।
রচনাতারিখ: ২১শে অক্টোবর, ২০২০ সাল
সময়: রাত ০১টা ১০ মিনিট