অনলাইন প্রকাশনা

মণির সাথে মন বিনিময়
মণির সাথে মন বিনিময়
———— ড. রমিত আজাদ
মণির সাথে মন বিনিময়,
হতে হতেও হয়নি;
তবু সেতো মনেই আছে,
হারিয়ে কোথাও যায়নি।
কৃষ্ণচূড়ার রঙ ছুঁয়েছে,
রাধাচূড়ার মন;
সেই খুশীতে পাঁপড়িগুলো
সাজিয়ে দিলো বন।
চোখের তারায় প্রজাপতি
কিসের আশায় মগ্ন?
শৈলগিরির শিল উপলে
অসৎ বসত ভগ্ন।
স্বপ্নলোকের মায়ামৃগ,
ধৈর্য্যচ্যুত ভৃঙ্গ;
উৎসেচনে প্রজ্জ্বলিত
তাজিং ডং-এর শৃঙ্গ।
নাইবা হলো মন বিনিময়,
নাইবা হলো সঙ্গ;
মণি সে তো মনেই আছে,
পুষ্প রাগের রঙ্গ।
(ইতঃপূর্বে প্রকাশিত)
Ramit Azad
সুন্দর কবিতা । ছন্দমিল এবং শব্দ চয়ণ সুন্দর হয়েছে ।
অনেক অনেক ধন্যবাদ।