মত্ত মদিরায় নিভায়ে প্রদীপ
———————- রমিত আজাদ
এসো প্রিয় এই রাতে দুজনায়,
শুনিব বিরহী গান মম আঙিনায়।
উঠিবে লুব্ধক তব বাতায়নে,
নাচিবে কৃত্তিকা ভব আঁখিকোনে।
গাহিবে কথকতা প্রাচীন পূরবী ভাষায়।
মহাসাগরের ওপার এপার মেলায়,
আবারো জাগুক হিয়া, ভাসুক ভেলায়।
বকুলে গাঁথিছে মালা, ব্যাকুলের তৃষিত হৃদয়।
জলতরঙ্গের রঙে রঙে সুখ ছবি,
মেঘ-বিহঙ্গের উদাসী অগ্নি রবি।
আঁকিতেছে অঞ্চল চঞ্চল দুটি আঁখি,
ডাকিতেছে মন পীড়িত তৃষিত পাখী।
কপোলে পড়িত যদি তব গাঢ় শ্বাস,
ভরিত ভুবন যদি কেশের সুবাস।
আজকে অমোঘ কালের স্রোতে ভেসে,
ভুলিয়া প্রণয়, ব্যকুল হৃদয় আঁধারে ডুবিল শেষে।
মেলিয়া নয়ন দেখো এই রাতে, কত যে তারার মেলা,
শত নীহারিকা আলোর বীথিকা, আকাশে ভাসিছে ভেলা।
নিশীথে আসিতে যদি, খুঁজিতে দ্বিতীয়া তিথি,
থাকিতে আমার পাশে, নিরবে ফুটিত বীথি।
বুঝিতে মত্ত মদিরার স্বাদে জোছনা ভাঙ্গিছে বাধ,
দুজনে মিলিয়া নিভায়ে প্রদীপ দেখিতাম মধু চাঁদ।
——————————————————-
তারিখ: ২৪শে সেপ্টেম্বর, ২০১৮
সময়: ভোর ৪টা ৩১ মিনিট।