মদির আঁখির প্রহেলিকায়
————————————– রমিত আজাদ
দাও মোরে ঐ মিষ্টি মেয়ের মদির আঁখির শিরিন শরাব,
পান করে তা দেখবে নয়ন মুগ্ধ নেশায় ধুম্র খোয়াব।
ধরার ধুলোয় মন্দ কি আর, ধুল যদি হয় তাহার পায়ের?
ধুলার মাঝেই যাই হারিয়ে ধুলিঝড়ের ক্রদ্ধ শায়ের!
উপচে পড়া ডাউকি নদীর ফটিক জলের স্বচ্ছ ধারায়,
পেলব তনুর আবীর মিশে ধন্য করে স্রোতের ছড়ায়।
স্বচ্ছ জলে বিম্ব তাহার ঝলসে ওঠে দীপ চমকে,
সুরার আশায় ডুব দিবো তায় রূপ-পিয়াসী হৃৎ ঝলকে!
নিরাভরণ পেলব বাহু হাতছানি দেয় মিথ আলেয়ায়,
তন্বি কায়ার ইন্দ্রজালে গোলকধাঁধায় পড়ছে মায়ায়।
যাদুকরীর ডাক এসেছে নীরব ভাষার প্রহেলিকায়,
সম্মোহনী ফাঁদ পেতেছে, মোহিনী তায় কুহক ছায়ায়!
ভুলেও যদি চোখ পড়ে যায় ঐ রূপসীর ফাগুন গ্রীবায়,
শ্বেত কপোলে লালীর ছোপে বহ্নিশিখা আর কে নিভায়?
বাস্তুহারা বীর সেনানী সখের বশেও ঘোর শিকারী,
হই মুসাফির, হই বা আমীর, এই বেলাতে রূপ-ভিখারী।
রচনাতারিখ: ২৬শে মে, ২০২০ সাল
সময়: রাত ০২টা ৩৬ মিনিট
In the Enigma of Wine Eyes
—————————— Ramit
