মধুমণির কাতর আঁখি
মধুমণির কাতর আঁখি
—————————— রমিত আজাদ
আজ বিকেলে দেখেছি তাকে, ভিন্ন রূপে বেশ!
না ছিলো সাজ, না ছিলো রঙ, না বাঁধা তার কেশ!
আটপৌরে সেই আদলেই ঝলমলে তার রূপ!
হার মেনেছে হুরপরীরা, ফুলপরীরা চুপ!
বিমর্ষতায় মুখটি ভরা, ক্লান্তি মাখা চোখ;
সুখ পালিয়ে অসুখ হলো, শরীর ভরা দুখ!
মধুর লোচন অমৃত তাও, দুর্বল তার কায়া;
নেই হাসি তার মায়ার মুখে, বিষন্নতার ছায়া!
রঙ ছিলোনা আকাশটাতে আজ বিকেলের শেষে;
সব রঙ কি, মধুমণির কপোলটাতে মেশে?
মলিন আঁখি, ব্যাথায় কাতর, প্রফুল্লতায় ভাটা;
তদুপরি কপোল জুড়ে কেমন রঙের ছটা!
মধুমণির মদির আঁখির তন্দ্রাহারা পাতে,
সাঁতরে বেড়ায় প্রেমিক কবি, জোয়ার জাগা স্রোতে।
জ্বরের ঘোরে কাতর মধু, লাগছে তাহার মন্দ;
তাওতো কবি দেখছে তাহার কাজল চোখে ছন্দ!
রচনাতারিখ: ২৫শে জুন, ২০২২ সাল
রচনাসময়: রাত ০২ টা ০০ মিনিট
Madhumani’s Teary Eyes
——————— Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0