মনের মণি রূপ মাধুরী (The Sweet Jewel of My Mind )
মনের মণি রূপ মাধুরী
—————————– রমিত আজাদ
আশমানী রঙ মিষ্টি শাড়ী, সোনালী পাড় তার;
অমন মধুর হাসির যাদু, ঝলকে ওঠে কার?
মেঘ রঙা কেশ প্রান্তভাগে মেহেদী রঙ ছোঁয়া,
টিপ ছাড়া ঐ ললাটটা যে, জোৎস্না রাগে ধোয়া।
বিকেল বেলার সোনারোদে ফুল্লমণির সাজ,
ঝলমলানো রোদের কণাই রত্নমণির তাজ।
সরু চেনে গাঁথা লকেট শৈল কায়ায় লেশ,
আলতা রঙা কন্ঠে তাহার মানিয়ে গেছে বেশ!
কনক কাঁকন শান্ত ভূষণ শিরীষকোমল হাতে,
প্রজাপতির পাখনা মেলে তাহার আঁখিপাতে।
ভুবনভোলা মিষ্টি হাসি, দৃষ্টিসুধার সাথে।
মনের মণি মণিকোঠায় মন ভুলালো তাতে।
রত্নদ্যুতি মেঘমালতি লক্ষ তৃষার জ্যোতি,
অস্ত রাগের পূরবীতে সান্ধ্য অরুন্ধতী।
দীপ্তিপ্রভা ঝর্ণাধারায় ফিনিক ফোটার নীড়ে,
মনের মণিই রূপ মাধুরী, হাজার নারীর ভীড়ে!
রচনাতারিখ: ১৪ই জুলাই, ২০২১ সাল
রচনাসময়: রাত ০১টা ০৯ মিনিট
The Sweet Jewel of the Mind
———————– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0