মন মোহনায় মণি
মন মোহনায় মণি
————— রমিত আজাদ
মন মোহনায় মণি আমার, উঠছে বেয়ে সবুজ পাহাড়,
দুর্বিনীত শৈল গিরির, শ্যামল ঢালে রূপের বাহার!
মেঘ ছেয়েছে সব ধরাধর, কুজ্ঝটিকায় এক পারাবার,
মণির মুকুট কোন মহীধর? মণি নিজেই দীপ মণিহার!
পাহাড়ী সেই প্রপাত ঘিরে নাচছে হাজার প্রজাপতি,
নীল আকাশে মেঘের ভেলায় দেখছে মণি বনষ্পতি।
প্রজাপতির ডানায় ডানায় সাতটি রঙের রংধনু সাজ,
মণির কপোল সদাই রঙিন, বক্ষে তাহার পাহাড়ী তাজ।
পাহাড়ী ফুল তার আলোতে ঝলমলিয়ে বিলায় সুধা,
পতঙ্গকূল উপোস থেকে, মণির রূপেই মিটায় ক্ষুধা।
শুভ্রডানায় শৈল-সারস উড়তে গিয়ে আনমনা আজ,
শিরিষ-কোমল মণির দেহে মন ভোলানো বাদশাহী সাঁজ।
আলতো ছোঁয়ায় গা ভেজালো পাহাড় ছাওয়া কুজ্ঝটিকা,
সিক্ত গায়ে হাসলো মণি, জলকণা তার নীর বীথিকা।
মুক্তো দানায় হেসেই মণি, দেয় ছড়িয়ে আলোর শিখা,
পাহাড় বলে “মন রেঙেছে”, মুচকি হাসে মেঘরাজিকা।
ঝাউ তরুতে উচ্চাভিলাষ, দেখবে সে আজ মণির ছবি,
মন মণি তার মেঘলা কেশে, ঢেকেই দিলো দীপ্ত রবি।
শুধায় মণি পাহাড়টাকে, “বলতো আমার স্বদেশ কোথায়?”
বললো হেসে শৈল-গিরি, “ফুল-বীথিকার শ্যামল যেথায়!”
রচনাতারিখ: ১০ই আগষ্ট, ২০২১ সাল
রচনাসময়: রাত ০২টা ১১ মিনিট
The Mountain Gem
————————- Ramit Azad