মন যেখানে পড়বে বাধা
কাব্যলেখার আইন কি আছে?
লাগছে কোন অধিকার?
লিখতে থাকুন কাব্যকথা,
যার মনে যা ভাবনা তার।
যাকে খুশী তাকে নিয়েই
লিখুন মহাকাব্য,
মন যেখানে পড়বে বাধা,
তাকে নিয়েই ভাববো!
মনের ঘরে গারদ আছে
গারদঘরে মন নাই,
মন বাধিবে এমন শিকল,
আবিষ্কারের খাতায় নাই!
————————————– রমিত আজাদ
রচনাতারিখ: ২১শে অক্টোবর, ২০১৯ সাল
সময়: রাত ২টা ১৩ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0