মহুয়া পুস্পের নেশায়
—————— রমিত আজাদ
অতগুলি নারীদের ভীড়ে
হয়তো অনেক সুন্দরীই ছিলো,
কিন্তু আমার তো তোমাকেই
সব চাইতে বেশী রূপসী মনে হয়!!!
লোচনে কাজল মেখে, পড়নে কৃষ্ণবর্ণ শাড়ী,
উজ্জ্বল তার পাড়ে অজন্তার কারুকাজ!
ইলোরার গাত্রে খোদাই করা ধ্রুপদী নৃত্যভঙ্গিমায়
তুমিও কি অপ্সরা এক?
এ রূপ নয়? এ আমার চোখ?
এ সুধা নয়? এ আমার মন?
হয়তো হবে! হোক না!
আপেক্ষিক তত্ত্ব আপাতত থাক!
এ যাত্রা আমি বিজ্ঞানী নই,
আমি কবি।
বস্তুনিষ্ঠ তত্ত্ব চাই না।
চাই আবেগ,
বাধ ভাঙা বিমূর্ত আবেগ!
ফাগুন ফুরিয়ে এখন চৈতালী,
ধেয়ে আসছে কৃষ্ণচূড়ার ঢল।
কোকিলের ডাক ক্ষীণ হয়ে
ঋতুরাজ ফুরিয়ে যাওয়ার আগেই
কোন এক বাহানায় চলো বেড়িয়ে পড়ি।
ধুলি গোধূলির সন্ধ্যালোকে,
বসন্তের বহ্নিরাগে আরেকবার
রাঙিয়ে নেই কম্পমান মন!!!
সর্বনাশ হলে হবে,
কেন তুমি চোখ ধাঁধালে?
আমি আর দ্বিধান্বিত নই,
বুনোগন্ধী মহুয়া পুস্পের নেশায়
সব চৈতন্য বিলুপ্ত করে,
আমি আজ অনাসৃষ্টি করবোই!!!
————————————————–
তারিখ: ৩১শে মার্চ, ২০১৯
সময়: রাত ১২টা ৫৫ মিনিট