মাইনকা চিপায় হারিকেন!
—————– রমিত আজাদ
জুলুম করে হবুর পোলায়,
হালুম করে দোস্ত!
দোষের বোঝা সবাই চাপায়,
গবুর ঘাড়ে মস্ত!!
হবুর পোলায় মিথ্যা বলে,
গাঁয়ের লোকে গিলে!!!
গবুর বলা সত্য কথাও
ডুবায় খালে-বিলে!!!
গবুর করা ঈমানদারী,
যায়না স্বীকার পাবলিক!
হবুর পোলার ধোঁকাবাজী,
হাততালি পায় ঠিকঠিক!
গবুর মত গবেট ও ভাই
ধরায় নাহি মিলে!
হবুর পোলার ধুরন্ধরী,
চাক্কু লাগায় দিলে!
সাতমহলায় হবুর পোলার
কামড়া আছে খাস!
উটকা-ফুটকা মামলা খাইয়া
গবুর ভাগ্যে বাঁশ!
হবুর পোলার জমি-জিরাত
লাখের বাতির সাইরেন!
পাইক-পেয়াদার খাইয়া ঠ্যালা,
গবুর হাতে হারিকেন
হবুর পোলায় মুচকি হাসে,
গবুর গলায় কান্দে!
আনকা গ্রামের মাইনকা চিপায়
পড়ছে গবু ফান্দে!!!
—————————–
তারিখ: ২৫শে জানুয়ারী
সময়: রাত ১টা ৫৫ মিনিট