মাওলা তুমি কোথায় আছো কও
মাওলা তুমি কোথায় আছো কও
—————————- রমিত আজাদ
মাওলা তুমি কোথায় আছো কও!
প্রাসাদ থেকে কুটির তলে,
নগর থেকে বন জঙ্গলে,
খুঁজে ফিরি তোমার ছায়া,
তোমার মায়াতে।
মাওলা তুমি কোথায় আছো কও!
আমি এক নাদান বান্দা,
হাতে পায়ে শিকল বান্ধা,
নজরেও আধা আন্ধা,
কিছু দেখিনা!
মাওলা তুমি কোথায় আছো কও!
তোমার খোঁজে পীর-মুর্শিদে,
চলে ফেরে ঘাটে ঘাটে,
মাঝির বেশে নাওয়ে ভাসে,
যাবে দরিয়ায়!
মাওলা তুমি কোথায় আছো কও!
এই দুনিয়ার ছলা-কলা,
কখনো কি যাবে বলা?
কে খুলিবে দড়ির ঐ গিট,
বুঝিতে জগত?
মাওলা তুমি কোথায় আছো কও!
জগতেরই প্রহেলিকা,
জীবনেরই কুহেলিকা,
রহস্যভেদ কবে হবে?
বোঝা বড় দায়!
মাওলা তুমি কোথায় আছো কও!
————————————————
রচনাতারিখ: ২২শে মে, ২০১৯ সাল
সময়: রাত ১১টা ৫৫ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0