মাঝে মাঝে বিপর্যয় নেমে আসে
মাঝে মাঝে বিপর্যয় নেমে আসে
——————— রমিত আজাদ
যেমন,
জানালা কিংবা অলিন্দ গলে,
অনুমতি ছাড়াই নেমে আসে
বিক্ষুদ্ধ জোছনা কিংবা প্রদাহী রৌদ্র!
অথবা,
মসৃন পথে অসর্তক হাটতে হাটতে
মুূহূর্তেই অধ:পতন হতে পারে
ঢাকনাবিহীন ম্যানহোল বৃত্তে!
ভিটের কোন একটা ফোঁকর ফুঁড়ে
হিস হিস করে ছুটে আসতে পারে
বিষধর পদ্মগোখরা!!!
প্রশান্ত পারাবারেও সহসা উঠতে পারে ঝড়!
ভোরের সাজানো গ্রামটিও
বিকেলে তছনছ হতে পারে
টর্নেডোর আকস্মিক বিপত্তিতে!
বর্ণিল বিবাহ উৎসবে
ধেয়ে আসতে পারে
হা রে রে রে ডাকাত দল,
ছিনিয়ে নিতে পারে
নববধুর স্বপ্নমাখা জড়োয়া!
অনিশ্চিত এই কর্কশ জীবনে
মাঝে মাঝে বিপর্যয় নেমে আসে!
ভূমিকম্পের কোন পূর্বাভাস হয় না!
তাই তার ধ্বংসলীলায় আমরা হই
নিরেট উপাত্ত পরিসংখ্যানের!
—————————————–
রচনাতারিখ: ৩রা সেপ্টেম্বর, ২০১৯
সময়: সকাল ১১টা ২৯ মিনিট
Unforeseen Disaster
———————- Ramit Azad