মাস্ক পড়া তুমি
মাস্ক পড়া তুমি
————————– রমিত আজাদ
মাস্ক পড়েছ বলে তোমায় চিনবো না আজ বলো?
তোমার চোখেই আমার ছবি, করছে টলমলো!
অমন ধারা দৃষ্টি বলো, আর কারো কি আছে?
মায়াবী ঐ দুইটি নয়ন, টানেই আমায় কাছে!
থাক না ঢাকা সবটুকু মুখ, আঁখি দেখেই চিনি!
নেত্র-লোচন সরোবরে, ডুবেই আমি ঋণী!
দীঘল কেশে অমন বাহার, আর কার আছে বলো?
দুপুর বেলার সোনা রোদে, জ্বলছে ঝলোমলো!
গোল্লায় যাক করোনা কাল, এক রিকশায় যাবো;
শরৎ ঋতুর হালকা বায়ে, দুই পারাবত হবো।
তুমি নিজেই সরে গিয়ে জায়গা আমায় দিলে,
সরু সীটে গাঁ ঘেষে তাই, বসি দুজন মিলে।
হালকা নীলা মাস্ক পড়েছি, তুমি আমি দুজন,
বলতে কথা সরিয়ে নিলাম, মাস্কের ঐ বাঁধন।
মাস্ক সরানো তোমায় দেখে হারিয়ে গেলাম আমি,
অমন রূপের ইন্দ্রজাল-ই হীরার চেয়ে দামী!
মহামারীর ছাড়াছাড়ি, কালিক ব্যবধানে,
কথা হতো দূরে থেকেই মোবাইল টেলিফোনে।
এই লকডাউন! সেই লকডাউন! কত দিনের পরে!
তোমায় দেখে হারাই আমি, প্যানডেমিকের ঝড়ে!
রচনাকাল: ১২ই সেপ্টেম্বর, ২০২১ সাল
রচনাসময়: রাত ০১টা ৩১ মিনিট
You, Wearing a Mask
———————— Ramit Azad